রংপুরে নিশাম-মুরস, ঢাকায় ইরফান-তাহজিবুল

পাকিস্তান সুপার লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এই টুর্নামেন্ট ছাড়তে হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ক্রিকেটারদের। তাদের অভাব পূরণে নতুন করে বিদেশী ক্রিকেটার নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের উইকেটরক্ষক-ব্যাটার টম মুরস ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্ট।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো দেখা না গেলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে নিয়মিতই খেলে থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটার। 

 

বিপিএলের আরেক দল দুর্দান্ত ঢাকা আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দলে নিয়েছে তারা। বিপিএলের গত মৌসুমের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সে ছিলেন ইরফান।

তবে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইরফান। এছাড়া এর আগে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলেছিলেন ইরফান। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এ পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৫৩ টি-টোয়েন্টি ম্যাচ।

 

ইরফানের সাথে ঢাকা দলে নিয়েছে স্থানীয় তরুণ ক্রিকেটার গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলামকে।

১৯ বছর বয়সী তাহজিবুল ছিলেন ২০২২ সালের যুব বিশ্বকাপ দলের ক্রিকেটার। গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৭টি লিস্ট-এ ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন