জিবিনিউজ 24 ডেস্ক //
করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন শেষ হওয়ার পর ইংল্যান্ড আবার সতর্কতামূলক টিয়ার পদ্ধতিতে ফিরবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ২ নভেম্বর পার্লামেন্ট সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডে ঘোষিত লকডাউন নিয়ে তার নিজ দলের সদস্যরাও প্রশ্ন তোলেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, কোন ব্যবস্থা না নিলে তা এনএইচএসের জন্য তা বোঝা হয়ে দাঁড়াবে। আরও অনেক বেশি প্রাণহানি ঘটবে। জনগণের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বরিস জনসন বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী লকডাউন ঘোষণার কোন বিকল্প ছিল না। আসছে বসন্তকাল নাগাদ করোনাভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। টোরি দলীয় বেশ কয়েকজন সিনিয়র এমপি এ পদক্ষেপের বিরোধীতা করেন। কিন্তু লেবার দলীয় সদস্যরা এ পদক্ষেপের প্রতি সমর্থন জানান।
এদিকে আগামী মাস থেকে সেলফ এমপ্লয়ারদের জন্যও ৮০ পাসেন্ট বেতন ভর্তুকির ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন