শ্রীলঙ্কার হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি নিশাঙ্কার

সনাত্ জয়াসুরিয়াকে পেছনে ফেলে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ এবং গ্লেন ম্যাক্সওয়েলদের পাশে বসলেন পাথুম নিশাঙ্কা। নাম লেখালেন ওয়ানডের ডাবলসেঞ্চুরিয়ানদের অভিজাত ক্লাবে। দশম ক্রিকেটার হিসাবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কার এই ব্যাটার।
 মোট ১২জন ক্রিকেটার এই কীর্তি গড়েছেন।

তাঁদের মধ্যে রোহিত শর্মার একার আছে তিনটি ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার হয়ে প্রথম এই কীর্তি গড়লেন নিশাঙ্কা। লঙ্কানদের হয়ে এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ ১৮৯ রানের মালিক ছিলেন সনাত্ জয়াসুরিয়া। চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে জয়াসুরিয়াকে পেছনে ফেলে নতুন উচ্চতায় নিজেকে তুলে ধরলেন পাথুম নিশাঙ্কা।

 
নিশাঙ্কার ১৮৭ রানের সময় বল বাকী ছিল আরো ১৩টি। পাল্লেকেলেতে তখন একটাই কৌতুহল-নিশাঙ্কার ডাবল হবে তো! সব উত্কণ্ঠা দূর করে পঞ্চাশতম ওভারের দ্বিতীয় বলে ফরিদ আহমেদকে চার মেরে তিনি পূরণ করনে অনন্য ডাবল। ১৩৯ বলে ২টি চার এবং ৮টি ছক্কায় ২১০ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন নিশাঙ্কা। একদিনের ক্রিকেটে এটা যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ স্কোর।

নিশাঙ্কার চেয়ে এক্ষেত্রে এগিয়ে শুধু ভারতের রোহিত শর্মা (২৬৪), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ভারতের বীরেন্দর শেবাগ (২১৯) এবং ওয়েস্ট ইন্ডিজের স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস গেইল (২১৫)।
নিশাঙ্কার ক্যারিয়ার সেরা ইনিংসে সওয়ার হয়ে প্রথম ওয়ানডেতে ৩৮১ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। ৮৮ বলে ৮৮ রান করেছেন আভিষ্কা ফার্নান্ডো। আফগানিস্তানের হয়ে ফরিদ আহমেদ ৭৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন