বুন্দেসলিগায় সমর্থকদের প্রতিবাদ চলমান রয়েছে। গত রাতে বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্রেইবুর্গের মধ্যকার ম্যাচেও 'টেনিস বল ও চকোলেট গোল্ড কয়েন' ছুড়ে ম্যাচে ব্যাঘাত ঘটিয়েছেন সমর্থকরা। তাতে ম্যাচ শেষ করতে ১০ মিনিট দেরি হয়েছে।
গত ডিসেম্বরে জার্মানি অধিকাংশ ক্লাব এক মতে পৌঁছে যে বিনিয়োগ পুঁজির বিনিময়ে বুন্দেসলিগা টিভি স্বত্বের কিছুটা বিক্রি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
কিন্তু এই সিদ্ধান্তে রাজি নয় সমর্থকরা। যে কারণে ম্যাচ চলাকালীন এমন অভিনব প্রতিবাদের রাস্তা খুঁজে নিয়েছে তাঁরা।
গত রাতে ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচের ৩৬ মিনিটের সময় সমর্থকরা 'টেনিস বল ও চকোলেট গোল্ড কয়েন' ছুড়তে থাকে।
এতে খেলায় বিলম্ব হয়েছে ১০ মিনিট। ডর্টমুন্ড অধিনায়ক এমরে চান সমর্থকদের সঙ্গে কথাও বলেন। সমর্থকদের হাতে ছিল ব্যানারও। সেখানে লেখা ছিল, '(জার্মান ফুটবল লিগ) বিনিয়োগকারীদের জন্য না।
'
আরেকটি ব্যানারে লেখা ছিল, 'তোমরা ফুটবল নিয়ে ভাবছ না, শুধু টাকা নিয়ে ভাবছ। মিলিয়ন সমর্থকদের জন্য ফুটবল, মিলিয়ন ইউরোর জন্য নয়।' এর আগে গত ডিসেম্বরে বোচুম ও ইউনিয়ন বার্লিন, জানুয়ারিতে ডর্টমুন্ড-কোলগের মধ্যকার ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচে প্রতিবাদ জানিয়েছে তারা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন