বরিশালের সৌম্য-মাহমুদ ঝলকে ঢাকার টানা হারের রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইতিহাসে হারের রেকর্ড গড়ল দুর্দান্ত ঢাকা। আজ ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরে টানা আট ম্যাচ হারের স্বাদ পেল দলটি, সঙ্গে প্রথম দল হিসেবে এবারের বিপিএল থেকে বাদ পড়ল ঢাকা। বিপিএলে এর আগে টানা এতগুলো ম্যাচ হারেনি আর কোনো দল।

২০১২ সালে প্রথম বিপিএলে টানা সাত ম্যাচ হেরেছিল সিলেট রয়্যালস।

ঢাকাকে রেকর্ড হার উপহার দিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছে বরিশাল।

 

মিরপুরে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান তোলে বরিশাল। ১৯ রানে ৩ উইকেট হারানো দলটিকে টেনে তোলেন সৌম্য সরকার (৪৮ বলে ৭৫*) ও মাহমুদ উল্লাহ (৪৭ বলে ৭৩)। চতুর্থ উইকেটে তাদের ১৩৯ রানের জুটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।

 

রান তাড়ায় নেমে বরিশালের মতো বড় জুটি গড়তে পারেনি ঢাকা। ব্যাটারদের আসা-যাওয়ার মাসুল দিতে হয় ম্যাচ হেরে। এক প্রান্ত আগলে খেলে সর্বোচ্চ ৫২ রান করেন অ্যালেক্স রোস।

১৪৯ রানে থামে ঢাকার ইনিংস। মোহাম্মদ সাইফউদ্দিন ৩ উইকেট নেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন