পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে তৎপরতা শুরু করেছে প্রধান দলগুলো। এর মধ্যে পাকিস্তান মুসলিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলী খানও জোট সরকার গঠনের কথা জানিয়েছেন। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন, জোট গঠন নিয়ে কারো সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি তাঁর দলের।
পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের দুই দিন পেরিয়ে গেলেও গতকাল বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ভোট হওয়া ২৬৪টি আসনের মধ্যে ২৫৩টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৯২টি আসন নিয়ে এগিয়ে রয়েছেন পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের দল ৭১টি আসন নিয়ে দ্বিতীয় এবং বিলাওয়ালের দল ৫৪টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কার্যত জোট সরকারের দিকেই ঝুঁকছে দলগুলো।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রার্থীদের অনেকে নির্বাচন কমিশন ও উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় সেই দাবি বিশ্বাসযোগ্যতা পেয়েছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
পিটিআইকে সরকার গঠনের আহবান জানাবেন প্রেসিডেন্ট
ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান গতকাল দাবি করেছেন, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তাঁর দলকে সরকার গঠনের আহবান জানাবেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।
পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমরা সংবিধান ও আইন অনুযায়ী সরকার গঠন করব।’ তবে জোট শরিকদের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান গহর আলী খান। তিনি বলেন, এ পর্যায়ে এসে বিষয়টি নিয়ে বৈঠক করা অপরিপক্ব সিদ্ধান্ত হতে পারে।
তিনি দাবি করেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন।
তাঁরা দলের প্রতি অনুগত ছিলেন এবং থাকবেন। সংরক্ষিত আসন এবং কোন দলের সঙ্গে তাঁদের যোগ দেওয়া উচিত, তা নিয়ে শিগগির সিদ্ধান্তে পৌঁছাবেন বলে জানান এই নেতা।
জোট গঠনের আলোচনা হয়নি : বিলাওয়াল
পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছেন, পিএমএল-এন, পিটিআই বা অন্য কোনো দলের সঙ্গে সম্ভাব্য জোট সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি তাঁর দলের। বিলাওয়াল বলেন, এককভাবে সরকার গঠন তাঁর দলের পক্ষে সম্ভব নয়।
পিএমএল-এনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফের সঙ্গে আসিফ আলী জারদারির বৈঠক হয়েছে কি না জানতে চাইলে বিলাওয়াল বলেন, ‘এই ধরনের বৈঠকের সত্যতা নিশ্চিত করার অবস্থানে আমি নেই। যখন চূড়ান্ত ফলাফল আসবে তখন আমরা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারব।’
পিটিআই সমর্থিত কোনো স্বতন্ত্র প্রার্থী পিপিপির সঙ্গে যোগাযোগ করেনি জানিয়ে বিলাওয়াল বলেন, ‘আমরা কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেছি, তবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নয়।’
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার একটি জোট সরকার গঠনের প্রত্যাশা করছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন