কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।
অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা লেডিস ক্লাবের সভাপতি কানিজ ফাতেমা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম ও কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন, সাবেক সহকারী শিক্ষক মো. মুনীর আহমদ চৌধুরী, শিক্ষক আব্দুর রাজ্জাক, সেলিম আহমদ, মো. সাজ্জাদ হোসেন, মো. সামছুল ইসলাম মো. জাফর সাদেক, মো. আলতাফ হোসেন ও জসীমুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন