পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রোহিতের পাশে ম্যাক্সওয়েল

ভারত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের সেই তাণ্ডব সহজে ভোলার নয়। এবার অ্যাডিলেডে ম্যাক্সওয়েলের রোষানলে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আলজারি জোসেফ-আন্দ্রে রাসেলদের ইচ্ছেমতো পিটিয়েছেন।

ম্যাক্সওয়েল সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫০ বলে।

শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৫৫ বলে ১২০ রান করে। ১২ চার ও ৮ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটি ম্যাক্সওয়েলের পঞ্চম সেঞ্চুরি। এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো।

 

তবে ম্যাক্সওয়েলের সমান পাঁচ সেঞ্চুরি আছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে অস্ট্রেলিয়াও বড় সংগ্রহ পেয়েছে। ৪ উইকেটে ২৪১ রান তুলেছে অজিরা।

অথচ এক পর্যায়ে ৬৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

এখান থেকে বিশাল সংগ্রহের পুরো কৃতিত্ব ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার ইনিংসে আর বোলার মতো স্কোর টিম ডেভিডের। ১৪ বলে সমান দুই চার ও দুই ছক্কায় ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া মিচেল মার্শ ২৯ ও ডেভিড ওয়ার্নার ২২ রান করেছেন।

 

রাসেল ৫৯, রোমারিও শেফার্ড ৪৮ ও জেসন হোল্ডার ৪২ রান দিয়েছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন