ম্যাক্সওয়েল ঝড়ে ক্যারিবীয়দের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

হোবার্টের পর অ্যাডিলেডেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের ৩৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ জয়ও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ২১৩ রান তাড়া করেও দারুণ লড়াই করে ১১ রানে হেরেছিল ক্যারিবীয়রা। গ্লেন ম্যাক্সওয়েলের তান্ডবে এবার আরও বড় ২৪২ রানের কঠিন লক্ষ্য দেয় অজিরা।

ওই রান পাহাড় ডিঙাতে নেমে অ্যাডিলেডেও দুই শ ছোঁয়া স্কোর গড়ে রোভমান পাওয়েলের দল। তবে ২০৭ রান করেও দিন শেষে ক্যারিবীয়দের জায়গা হারা দলে। 

 

প্রথমে ব্যাট করতে নেমে সপ্তম ওভারে ৬৪ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে রীতিমত তান্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েল। ২৫ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি আর পরের ২৫ বলে পূরণ করেন সেঞ্চুরি (৫০ বলে)।

৫৫ বলে ১২টি চার এবং ৮টি ছক্কায় ১২০ রানের হার না মানা সাইক্লোণ ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর পঞ্চশ সেঞ্চুরি। ভারতের রোহিত শর্মার সঙ্গে যা এই সংস্করণে যৌথভাবে সর্বোচ্চ। ম্যাক্সওয়েলের রেকর্ড গড়া বিধ্বংসী শতকে প্রায় আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে অস্ট্রেলিয়া।

 

কঠিন ওই লক্ষ্যের পিছু ছুটতে নেমে ৬৩ রানে পাঁচ উইকেট হারালে কাজটা আরও দুরুহ হয়ে যায় ক্যারিবীয়দের। রোভমান পাওয়েল, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডারদের ক্যামিওগুলোর পরও তাই জয়ের বন্দের পৌঁছাতে পারেনি সফরকারীরা। ৩৬ বলে ৬৩ রান করেন অধিনায়ক পাওয়েল। ১৬ বলে ৩৭ রান আন্দ্রে রাসেল এবং ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করা পাঁচ বোলারই শিকার ভরতে পেরেছেন ঝুলিতে।

৩৬ রানে ৩ উইকেট নেন মার্কাস স্টয়নিস।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন