স্ত্রীসহ ইরানি পরিচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দারিউশ মেহেরজুই এবং তাঁর স্ত্রী ওয়াহিদে মোহাম্মদীফারকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ইরানের বিচার বিভাগ সোমবার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।

গত বছরের ১৪ অক্টোবর ইরানের রাজধানীর পশ্চিমে কারাজ নামক অঞ্চলে পরিচালকের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

1

দারিউশ মেহেরজুই এবং তাঁর স্ত্রী ওয়াহিদে মোহাম্মদীফার (২০১৫ সালের ছবি)

সোমবার বিচার বিভাগের অনলাইন ওয়েবসাইটে জানানো হয়েছে যে, ‘কিসাস’ আইন হিসাবে পরিচিত প্রতিশোধমূলক ইসলামী আইন অনুসারে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মেহেরজুই এবং মোহাম্মদীফারকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওয়েবসাইটে আরো বলা হয়েছে, মেহেরজুইয়ের পরিবারের অনুরোধে প্রতিশোধমূলক আইনের আবেদন করা হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে বলেও জানানো হয়েছে রিপোর্টে।

 

দোষী সাব্যস্ত হওয়া সেই খুনিকে হামলার কয়েকদিন পরে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি ছিলেন মেহেরজুইয়ের একজন প্রাক্তন কর্মচারী। এর আগে আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফাজেলি-হারিকান্দি জানিয়েছিলেন, খুনি আর্থিক সমস্যার কারণে নির্মাতার প্রতি ক্ষোভ পোষণ করেছিলেন। যার ফলে এই হত্যাকাণ্ড ঘটান তিনি। এই হত্যার পরিকল্পনা ও সহায়তায় ভূমিকার জন্য মামলায় আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

 

গত বছর নির্মাতা হত্যাকাণ্ড ছিল ইরানির অন্যতম আলোচিত এক ঘটনা। দেশের শিল্প ও সিনেমায় ব্যাপক অবদান রাখা এই নির্মাতার খুন শোকাহত করেছে দেশবাসী ও সংস্কৃতি অঙ্গনের সবাইকে। ৮৩ বছর বয়সে খুন হওয়া পরিচালক মেহেরজুই সত্তরের দশকের গোড়ার দিকে ইরানের চলচ্চিত্রে নতুন জাগরণ তৈরিতে বিরাট ভূমিকা পালন করেন। ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তার নির্মিত সিনেমাগুলোর বেশির ভাগেই মূলত বাস্তববাদের ওপর দৃষ্টি রেখে নির্মিত। তিনি ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেল, আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন