জ্যাকসের সেঞ্চুরি, মঈনের হ্যাটট্রিকে বড় জয় কুমিল্লার

উইল জ্যাকসের ঝোড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরে বল হাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটারদের চেপে ধরেন কুমিল্লার বোলাররা। রিশাদ হোসেন ৪ উইকেট নেওয়ার পর হ্যাটট্রিক পূর্ণ করেন মঈন আলী। দুজনেই চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন।

এবারের বিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। আগেরকটি করেছিলেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। 

 

কুমিল্লার ছুড়ে দেওয়া ২৩৯ রান তাড়ায় যেমন শুরু দরকার ছিল, চট্টগ্রাম পায় তেমনই। ৭.২ ওভারে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন ৮০ রান তোলেন।

এর পরেই ছন্দঃপতন, ৪১ রানে তানজিদকে ফিরিয়ে কুমিল্লা শিবিরে স্বস্তি ফেরান মুস্তাফিজুর রহমান।

 

ইনিংস বড় করতে না পারার আক্ষেপ করতেই পারেন তানজিদ। বিশেষ করে অমন ব্যাটিং স্বর্গ উইকেট, তার ওপর ২১ রানে তাঁকে জীবন দেন লিটন দাস। লিটনের হাত থেকে সহজ ক্যাচ পড়লেও তাতে দায় আছে ম্যাথু ফোর্ডের।

তানজিদের আউটের পর ৯০ থেকে ১০৪, এই ১৪ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় চট্টগ্রাম। আউট হন ব্রাউন (৩৬), টম ব্রুস (১১) ও শাহাদাত হোসেন দিপু (১২)। তিন ব্যাটারকে শিকার বানান এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা লেগ স্পিনার রিশাদ হোসেন।

 

অবশ্য তখনো হাল ছাড়েননি সৈকত আলী ও শুভাগত হোম। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৩২ রান।

কিন্তু ৮ রানের ব্যবধানে আউট হন দুজনই। সৈকতকে ফেরান মঈন আলী আর শুভাগতকে রিশাদ। ইনিংসের ১৭তম ওভারের প্রথম তিন বলে শহিদুল ইসলাম, আল আমিন হোসেন ও বিলাল খানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন মঈন। তিনিও মোট ৪ উইকেট নেন। এতে  ১৬৬ রানে অল আউট হয়ে চট্টগ্রাম ম্যাচ হারে ৭৩ রানের বড় ব্যবধানে।

 

চট্টগ্রামের ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে না পারলেও, একই ভুল করেননি কুমিল্লার ব্যাটাররা। শূন্য রানে জীবন পাওয়া উইল জ্যাকস যেমন অপরাজিত ছিলেন ১০৮ রানে। তাঁর ৫৩ বলের ইনিংস সাজানো ১০টি ছক্কা ও ৫টি চারে। ২৯ ও ৩৮ রানে জীবন পাওয়া আরেক ইংলিশ ব্যাটার মঈন অপরাজিত থাকেন ৫৩ রানে। ২৪ বলে ৫টি ছক্কা ও ২টি চারে এই রান করেন মঈন। 

চট্টগ্রামের বোলারদের ওপর স্টিমরোলার চালানোর কাজটা অবশ্য শুরু করেছিলেন লিটন। ৩১ বলে ৬০ রান করে আউট হন কুমিল্লার অধিনায়ক।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন