বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়া, বেছে বেছে সিরিজ খেলা; এভাবেই চলছিল ট্রেন্ট বোল্টের আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু বড় টুর্নামেন্ট এলেই ডাক পড়ে যায় অভিজ্ঞ এই পেসারের। এই যেমন গত বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফিরে খেলেছেন বিশ্বমঞ্চে। এবার ফিরলেন টি-টোয়েন্টি দলে, সেটাও আবার ১৫ মাস পর।
তবে এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তৃতীয় সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এছাড়া চোটের কারণে নেই ড্যারিল মিচেলও।
এ মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য ডাক পেয়েছেন বোল্ট। যদিও তিনি খেলবেন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। আর প্রথম ম্যাচ খেলবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজ। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর এই ফরম্যাটে আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি বোল্ট।
এ বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই চিন্তা থেকেই হয়তো দলে ফেরানো হয়েছে বোল্টকে। এই মুহূর্তে আইএল টি-টোয়েন্টি লিগ খেলছেন বোল্ট।
মূলত বিশ্বব্যাপী ফ্রাঞ্চ্যাইজি লিগেই বেশি সময় দিচ্ছেন তিনি। দলে নতুন মুখ জশ ক্লার্কসন। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের।
নিউজিল্যান্ড দল: ফিন অ্যালেন, ডেভব কনওয়ে, টিম সেইফার্ট, রাচীন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপমান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন, টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং ট্রেন্ট বোল্ট।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন