মুক্তির আগেই সিনেমার গান নিয়ে কনসার্ট

মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে সরকারি অনুদানে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। মুক্তির আগে থেকেই আলোচনায় এই সিনেমাটি। এর মধ্যে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। নতুন মুক্তির তারিখ হিসেবে ছবিটি আগামী বৈশাখে মুক্তি পেতে পারে।

সিনেমার মুক্তি পেছালেও এসেছে সিনেমার দুটি গান। জানা গেছে, এই সিনেমায় প্রায় ২৪টি গান রয়েছে। এই গানগুলো নিয়ে ভালোবাসা দিবস উপলক্ষে এক কনসার্টের আয়োজন করা হয়েছে।

 

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট।

ইমন চৌধুরীর পরিচালনায় এই কনসার্টে অংশ নেবেন হুমায়রা ঈশিকা, শিবলু, মিথুন, অবন্তী সিঁথি, আকাশ, মাশা ইসলাম, সালেহ, মাখন, অন্তরা মণ্ডল। তাঁরা সবাই ‘কাজলরেখা’ সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন।

 

কনসার্টের খবরটি দিয়েছেন ইমন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্টারের ছবি দিয়ে ইমন চৌধুরী লিখেছেন, “ঢাকার দেয়ালে নিজেদের পোস্টার দেখতে ভাল লাগে।

দেশ বরেণ্য নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা আমাদের খুব আবেগের। এই সিনেমায় ২৪টি গান আছে। আমার সংগীত পরিচালনায় এই গানগুলো গেয়েছে অসাধারণ সব শিল্পীরা। তাঁদের ও সিনেমার কলাকুশলীদের নিয়ে আমরা এই প্রথম একটি পরিপূর্ণ কনসার্ট করতে যাচ্ছি। প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ১৪ ফেব্রুয়ারি বিকেলে।

সবাইকে একসাথে গানে গানে ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপনের আমন্ত্রণ রইল।’

 

গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘কাজলরেখা’ সিনেমার দ্বিতীয় গান ‘হলুদ রে তুই’। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মন্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘কইন্যা আঁকে গো আলপনা’ গানটি।

কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন