নীল ছবির অন্যতম জনপ্রিয় তারকা জনি সিন্স ও বলিউড অভিনেতা রণবীর সিং এবার এক ফ্রেমে! পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনার জন্য নির্মিত একটি বিজ্ঞাপনে একসঙ্গে এক ফ্রেমে এসেছেন দুজন। আর প্রকাশের পর থেকেই তুমুল ভাইরাল হয়ে গেছে বিজ্ঞাপনটি। এখন সবার মুখে মুখে এই বিজ্ঞাপন নিয়ে আলোচনা। সামাজিক মাধ্যমেও চলছে ব্যাপক চর্চা।
প্রিয়াঙ্কা চোপড়া, জোয়া আখতার, অর্জুন কাপুর, ঋতাভরী চক্রবর্তী এবং নকুল মেহতাসহ অনেক তারকো পর্নস্টার জনি সিনসের সঙ্গে রণবীর সিংয়ের এই বিজ্ঞাপন দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি শেয়ার করেছেন রণবীর সিং। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্যে প্রিয়াঙ্কা চোপড়া একটি হাস্যরসের ইমোজি দিয়েছেন। সেই সঙ্গে হৃদয়ের ইমোজি দিয়ে নিজের সমর্থন ও ভালোবাসাও ব্যক্ত করেছেন তিনি।
পরিচালক জোয়া আক্তার মন্তব্যে লিখেছেন, ‘তুমি সেরা।’ অর্জুন কাপুর বলেছেন, ‘বাবা, তুমি এই কাজ করার জন্য সাহসী এবং সুন্দর।’ অমৃতা রাও প্রশংসার সুরে লিখেছেন, ‘প্রেজেন্টেশন!’
‘টুয়েলভথ ফেল’খ্যাত বিক্রান্ত ম্যাসিও কমেন্টে হেসে লুটোপুটি খেয়েছেন। অভিনেতা বিজয় ভার্মা মন্তব্য করেছেন, ‘জনিকে সাহায্য করার জন্য জেঠজি আমার ২০২৪ সালের বিঙ্গো কার্ডে ছিল না’।
কমেন্টে হেসে গড়াগড়ি খাওয়ার মন্তব্য করেছেন মিনি মাথুর। ঋতভরী চক্রবর্তী বলেছেন, ‘খুব ভালো।’ নকুল মেহতা লিখেছেন, ‘দিনের কাজ এবং কীভাবে কাজ করা যায়।’ করণ কুন্দ্রা, মেইং চাং সহ আরও অনেক তারকা রণবীরের পোস্টে মজার মন্তব্য করেছেন। সেই সঙ্গে অভিনেতার সাহসের প্রশংসা করে নিজেদের সমর্থনও জানিয়েছেন।
বিজ্ঞাপনে জনি সিনসের দাদার চরিত্রে অভিনয় করেছেন রণবীর। জনির চরিত্রের (চরিত্রের নামও জনি) যৌন সমস্যা। তাঁর স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে চায় কারণ তিনি যৌনতায় ভাল পারফর্ম করতে ব্যর্থ। রণবীর সিং যখন তাদের বিষয়ে হস্তক্ষেপ করেন এবং বোল্ড কেয়ার প্রডাক্টের মাধ্যমে দুজনের সমস্যার সমাধান করে দেন। এমনই এক গল্পে নির্মিত বিজ্ঞাপনটি। ভারতীয় সিরিয়ালের হাস্যরস ও ড্রামাটিক অ্যাঙ্গেলে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। মুলত পুরুষদের যৌন সচেতনতার জন্যই তৈরি বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপনটির নির্মাতা প্রতিষ্ঠান বোল্ড কেয়ারের সহ-প্রতিষ্ঠাতা রণবীর সিং। এবার নিজের কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন নিজেই। বোল্ড কেয়ারের প্রচারাভিযান ইতোমধ্যে ভারতীয় ব্র্যান্ডগুলির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভয় এবং বিব্রতকর কারণে নীরবে দীর্ঘকাল ধরে যৌন স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের শিকার পুরুষদের জন্য বিশেষভাবে এই প্রচারাভিযান ও উদ্যোগের লক্ষ্য হল পুরনো কুসংস্কার ভেঙ্গে ফেলা, নিষিদ্ধ বিষয়গুলিকে স্পটলাইটে আনা এবং একটি স্পষ্ট বার্তা পাঠানো যে ‘আপনি একা নন, আপনার সাহায্যে সর্বদা কাউকে পাচ্ছেন।’
বিজ্ঞাপনটি লিখেছেন তন্ময় ভাট, দেবাইয়া বোপান্না এবং তাদের টিম। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আয়াপ্পা কেএম। তন্ময় এবং আয়াপ্পা এর আগে অনেক সফল বিজ্ঞাপন প্রচারে একসঙ্গে কাজ করেছেন, যেমন রাহুল দ্রাবিড়ের এক্স ক্রিডের বিজ্ঞাপন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন