আইসিসির ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। প্রায় পাঁচ বছর ধরে শীর্ষে থাকা সাকিব আল হাসান অবশেষে দুয়ে নেমে গেছেন। আইসিসির সর্বশেষ হালনাগাদে তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার র্যাংকিংয়ে সবার ওপরেই আছেন সাকিব।
এই ফরম্যাটে রশিদ খানকে সরিয়ে ২০১৯ সালের ৭ মে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে বসেছিলেন সাকিব। এরপর পেরিয়ে গেছে দিনের হিসাবে ১৭৩৯ এবং বছরের হিসাবে প্রায় পাঁচ বছর। সবচেয়ে বেশি সময় ধরে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলেননি সাকিব।
তাতে যোগ হয়নি কোনো রেটিং পয়েন্ট। এখন তাঁর রেটিং পয়েন্ট ৩১০। সাকিবকে ছাড়িয়ে শীর্ষে ওঠা মোহাম্মদ নবি গত ৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেন ১৩৬ রানে দারুণ ইনিংস। বল হাতে দুই ম্যাচে নিয়েছেন ১ উইকেট।
নবির রেটিং পয়েন্ট ৩১৪।
শীর্ষে উঠে নতুন রেকর্ড গড়েছেন নবি। সবচেয়ে বেশি বয়সী (৩৯ বছর ১ মাস) অলরাউন্ডার হিসেবে চূড়ায় বসেছেন তিনি। এর ৩৮ বছর আট মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, ২০১৫ সালের জুনে। আইসিসি
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন