বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ও মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছিল। এদিকে অনানুষ্ঠানিক ফল গণনায় বুধবার বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো জয় দাবি করেছেন।
ভোটের আগে থেকেই জনমত জরিপগুলোতে এগিয়ে ছিলেন সুবিয়ান্তো।
ভোট গণনা শুরুর পর থেকে আনুষ্ঠানিক ফল আসার আগেই তাকে ব্যাপক ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে। এ পর্যন্ত ভোট গণনায় সাবেক এই সেনা জেনারেল প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছে। এভাবে এগোতে থাকলে চূড়ান্ত ভোট গণনায়ও তিনি ৫০ শতাংশের বেশি ভোট পাবেন এবং দ্বিতীয় দফা নির্বাচনে লড়তে হবে না। সুবিয়ান্তোকে জয়ী ঘোষণার পর তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আনিস বাসওয়েদান এ বিষয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন, তিনি জনগণের রায় মেনে নেবেন। যদিও তিনি জানান ভোট গণনা এখনো চলছে।
গত সপ্তাহে দুটি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট পদে এ তিন প্রার্থীর মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবায়ো সুবিয়ান্তোর প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ ভোটারের, গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানের প্রতি সমর্থন রয়েছে যথাক্রমে ৩১ এবং ২৭ শতাংশ ভোটারের। দেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষায় থাকবেন বলে সুবিয়ান্তো জানালেও বুধবার তিনি নিজের জয় ঘোষণা করেছেন।
রাজধানী জাকার্তায় সমবেত সাংবাদিকদের তিনি বলেন, ‘এই জয় সব ইন্দোনেশীয়র জয়। ইন্দোনেশিয়ায় গণতন্ত্র ভালো যাচ্ছে। মানুষ দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছে।’
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদ এবং পার্লামেন্ট-প্রাদেশিক আইনসভার ২০ হাজার ৬০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দুই লাখ ৫৯ হাজার জন। ভোট উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় সেদিন।
আট লাখের বেশি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ৫৭ লাখের বেশি ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। ছয় ঘণ্টা ধরে চলে ভোটগ্রহণ। সম্পদশালী এই সাবেক সামরিক জেনারেল সুবিয়ান্তোর সঙ্গে বর্তমান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়েছেন তিনি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন