-মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে //
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দেশের প্রধান সারির সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জিতে গেলে তিনি ফাউচিকে বহিষ্কার করতে পারেন বলে জানিয়েছেন। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফাউচির সঙ্গে বহুবার ট্রাম্পের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। নির্বাচনের ২৪ ঘণ্টা আগে ফ্লোরিডায় আয়োজিত জনসমাবেশে ট্রাম্প কভিড-১৯ নিয়ে মার্কিন মিডিয়া কভারেজের সমালোচনা করেন। এসময় জনসমাবেশ থেকে `ফাউচিকে বহিষ্কার করুন` স্লোগান উঠে। তার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আর কাউকে এটা বলবেন না। নির্বাচন পর্যন্ত কিছুটা সময় নিতে দিন আমাকে। আমি আপনাদের পরামর্শের প্রশংসা করছি। পরে ট্রাম্প বলেন, ফাউসি ভালো মানুষ। তবে তার বেশ কিছু ভুল রয়েছে। গত শনিবার রাতে ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলেছিলেন ফাউসি। এতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হয়। করোনাভাইরাস মোকাবেলায় ডা. স্কট অ্যাটলাসের পরামর্শের ওপর নির্ভর করেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টে স্কটেরও সমালোচনা করা হয়। এতে ফাউসির ওপর আরও বেশি ক্ষুব্ধ হয়েছে হোয়াইট হাউজ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন