এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের টাইটেল টাইটেল হিসেবে থাকছে না চীনের মোবাইল কোম্পানি ভিভো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, আইপিএলের ত্রয়োদশ আসরে মূল স্পন্সর হিসেবে থাকছে না চীনের এ ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এদিকে আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য স্পন্সর খুঁজছে আইপিএল আয়োজকরা।
ক্রিকেট ও গ্ল্যামারের মহাযজ্ঞের এ আসরে স্পন্সর হওয়ার দৌঁড়ে নাম লিখিয়েছে ভারতের আয়ুর্বেদ ও যোগব্যায়াম বিশেষজ্ঞ বাবা রামদেবের প্রতিষ্ঠান ‘পতঞ্জলি’। আইপিএলের স্পন্সর হওয়ার জন্য বিড করতে চায় এ প্রতিষ্ঠানটি।
ভারতে পতঞ্জলির নামডাক বেশ ভালো, এবার এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এমন ভাবনা বাবা রামদেবের।
এ কারণে সরাসরি বিসিসিআইয়ের কাছে প্রস্তাব দেয়ার কথাই ভাবছেন তারা।
ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হরিশ বিজুরের ভাষ্যমতে, পতঞ্জলিকে স্পন্সর বানালে সেটা আইপিএলের চেয়ে পতঞ্জলির জন্যই বেশি লাভজনক হবে। তবে বর্তমান পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠান বাদ দিয়ে ভারতীয় প্রতিষ্ঠানকে দিলে এটা জাতীয় স্বার্থের দিক থেকে ভালোই হবে।
এদিকে ভিভো সরে দাঁড়ানোর পর আইপিএলের স্পন্সর হওয়ার লাইনে দাঁড়িয়ে গেছে জিও, অ্যামাজন, টাটা গ্রুপ, আদানি গ্রুপ ও বাইজুসের মতো জনপ্রিয় ও বিখ্যাত প্রতিষ্ঠানগুলো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন