বাংলাদেশকে আরো গণতান্ত্রিক হয়ে উঠতে সক্ষম করতে যুক্তরাষ্ট্র এ দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ইন্দো-প্যাসিফিক নীতি প্রকাশের দুই বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সমাজের সঙ্গে যুক্ত হওয়াকে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য মাত্রায় গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের কৃষক, শ্রমিক সংগঠন এবং দীর্ঘ মেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিক সমাজের নেতাদের সঙ্গে কাজ করছে।’
আফরিন আখতার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠান, গণতন্ত্রের ভারসাম্য গড়ে তোলার দিকে যুক্তরাষ্ট্র মনোযোগ দিচ্ছে।
মুক্ত গণমাধ্যম, নাগরিক সমাজ, শ্রমিক সংগঠনের মতো গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে কাজ করছে। এটি বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে আরো গণতান্ত্রিক হয়ে উঠতে সক্ষম করবে।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন