ডাকেটের সেঞ্চুরিতে ভারকে চাপে রেখেছে ইংল্যান্ড

৫ উইকেটে ৩২৬ রানে দ্বিতীয় দিন শুরু করা ভারত ১১৯ রান যোগ করে পরের ৫ উইকেট হারায়। স্বাগতিকদের ৪৪৫ রানে গুটিয়ে 'বাজবল' প্রদর্শন করেন সফরকারীরা। বেন ডাকেটের সেঞ্চুরিতে উল্টো ভারতকে চাপে রেখেছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

 

বেন ডাকেটের ব্যাটের সামনে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা বল ফেলারই জায়গা খুঁজে পাচ্ছেন না। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি উৎসবে মাতেন ইংল্যান্ডের ওপেনার। ১৩১ ওভার ব্যাট করা ভারত দল যেখানে ৪৬টি চার মেরেছে, সেখানে ৩৫ ওভার ব্যাট করে ইংল্যান্ডের চার ব্যাটার মেরেছেন ২৮টি, যার ২১টি এসেছে ডাকেটের ব্যাট থেকে।

জ্যাক ক্রুলি (১৫) ও অলি পোপ (৩৯) দেখেশুনে খেললেও অপর প্রান্তে ব্যাট চালিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন ডাকেট।

তার ১১৮ বলে অপরাজিত ১৩৩ রানের সৌজন্যে ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। ক্রুলিকে ফিরিয়ে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন