এক চরিত্রে যেন দুই সাকিব আল হাসান। চোখের সমস্যায় টুর্নামেন্টের শুরুতে ব্যাটিংয়ে যাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, সেই সাকিবের ব্যাটেই এখন নিয়মিত বড় স্কোরের দেখা পাচ্ছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলেছিলেন।
আজও দলের সেরা ব্যাটার সাকিব।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা রংপুরের প্রথম তিন ব্যাটার আউট হয়ে যান ৫২ রানের মধ্যে। রনি তালুকদারকে ফেরান শহিদুল ইসলাম, বাকি দুই উইকেট নিয়েছেন প্রথম ম্যাচ খেলতে নামা রোমারিও শেফার্ড। প্রথম তিনজনের পথ অনুসরণ করতে বেশি সময় লাগেনি নুরুল হাসান সোহানের (৫)। এখানে ব্যতিক্রম সাকিব।
তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেট জুটিতে দুজনের সংগ্রহ ৬৮ রান। মেহেদী ১৭ বলে চার ছক্কায় ৩৪ রান করে বিলাল খানের বলে আউট হন।
একপ্রান্তে সাকিবকে ফেলে ফিরে যান জিমি নিশামও।
খানিক পর সাকিবের ৩৯ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬২ রানের ইনিংসেরও সমাপ্তি ঘটে। পরে শামিম হোসেন পাটোয়ারীর দ্রুত ১৭ ও শেষ দুই বলে হাসান মাহমুদের দুই চারে ১৮৭ রানে থামে রংপুরের ইনিংস। লক্ষ্য তাড়ায় শেফার্ডের ৩০ বলে ৬৬ রানের ইনিংসের পরও চট্টগ্রামের ইনিংস থেমেছে ১৬৯ রানে। রংপুর ম্যাচ জিতেছে ১৮ রানে। এই জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন