রবীচন্দ্রন অশ্বিনের জন্য দিনটা ছিল মধুময়। ব্যাট হাতে ৩৭ রান করার পর বল হাতে ছুঁয়ে ফেলেন ক্যারিয়ারে ৫০০ টেস্ট উইকেট। কিন্তু রাতটা হয়ে ওঠে বিষাদময়। মায়ের অসুস্থতার খবর আসার পরেই দ্রুতই ছাড়েন টিম হোটেল।
রওনা হয়ে যান চেন্নাইয়ের উদ্দেশে। যেকারণে রাজকোটে চলমান ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ তিন দিন তাঁকে আর পাচ্ছে না ভারত।
গতকাল রাত ১১টার দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, জরুরি পারিবারিক কারণে দল ছেড়ে যেতে হয়েছে অশ্বিনকে। পরে জানা যায়, অসুস্থতায় ভুগছেন তাঁর মা।
বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লাও জানিয়েছেন, অশ্বিনের মায়ের অসুস্থতার বিষয়টি।
ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টে গতকালই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ফাইলফলক ছুঁয়েছেন অশ্বিন। তাঁর বদলি হিসেবে বাকি তিনদিন আর কাউকে খেলাতে পারবে না ভারত। এতে একজন বোলার কম নিয়েই খেলতে হচ্ছে স্বাগতিকদের।
ম্যাচ চলার সময় কেবল কনকাশন বা কোভিডে আক্রান্ত হলেই বদলি নেওয়া যায়।
রাজকোটে প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে এখন পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৯০ রান।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন