মুকেশ আম্বানির যে পরামর্শ মেনে চলেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর ক্যারিয়ারের শুরু থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন ভালো অভিনয়ের গুণে। বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন। তবে সাফল্য-ব্যর্থতা একসঙ্গে নিয়েই চলতে হয় সেলিব্রেটিদের।

এ ক্ষেত্রে রণবীর কাপুর মুকেশ আম্বানির একটি উপদেশ কখনোই ভোলেন না। মুকেশ তাঁর কাছে বড় ভাইয়ের মতো। সে সূত্রেই রণবীরকে মুকেশ সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটি উপদেশ দিয়েছিলেন।

 

গতকাল প্রদান করা হয় ‘লোকমত মহারাষ্ট্রীয়’ পুরস্কার।

এবারের আসরে বছরের সেরার পুরস্কারের জন্য রণবীরকে মনোনীত করা হয়। গতকাল এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেন তিনি। মঞ্চে মুকেশ আম্বানিকে নিয়ে কথা বলেন এই অভিনেতা।

 

রণবীর কাপুর বলেন, “আমার জীবনে সাধারণ তিনটি লক্ষ্য রয়েছে।

প্রথমত নম্রতার সঙ্গে অর্থবহ কাজ করা। মুকেশ ভাইয়ের কাছ থেকে অনেক অনুপ্রেরণা নিয়েছি। তিনি সব সময়ই বলেছেন, ‘মাথা নিচু করে কাজ করে যাও। সফলতা মাথায় নিও না এবং ব্যর্থতা হৃদয়ে রেখো না।’ দ্বিতীয়ত ভালো মানুষ হওয়া।

আমি ভালো সন্তান, ভালো বাবা, ভালো স্বামী, ভালো ভাই, ভালো বন্ধু হতে চাই। তৃতীয়ত ভালো নাগরিক হওয়া।”

 

ধনকুবের মুকেশ আম্বানি ও তাঁর ছেলে আকাশের সঙ্গে রণবীরের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। নানা সময়ে তাঁদের একসঙ্গে দেখা যায়। কিছুদিন পরই মুকেশ আম্বানির আরেক পুত্র অনন্ত আম্বানির বিয়ে। এতে স্ত্রী আলিয়াকে নিয়ে নাচবেন রণবীর।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন