ড. ইউনূস নিয়ে খবরে উদ্বিগ্ন জাতিসংঘ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশে চলমান ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।

ড. ইউনূস গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গ্রামীণ টেলিকম ভবনের ১৬টি প্রতিষ্ঠানের আটটি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ দখল করে নিয়েছে। জাতিসংঘ মহাসচিব বিষয়টি জানেন কি না তা একজন সাংবাদিক জানতে চান।

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা অবগত।

 

আমাকে আবার বলতে হচ্ছে যে ড. ইউনূস দীর্ঘ সময় ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পরামর্শদাতা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যসহ সার্বিকভাবে আমাদের উন্নয়নকাজের পাশে আছেন তিনি।

 

স্টিফেন ডুজারিক বলেন, ‘তাঁর (ইউনূস) বিষয়ে বাংলাদেশ থেকে যেসব প্রতিবেদন দেখেছি, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন