অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শেষের ১০ দিন পেরিয়ে গেলেও আসরের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করছিল না দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। অবশেষে আজ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আসরে চার গোল করে আলো ছড়ানো মোছা. সাগরিকাও জানতেন না তিনিই জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।
আজ সকালেই নাকি তা জেনেছেন তিনি।
কমলাপুর স্টেডিয়ামে ফাইনালে অনেক নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। আসরের মূল ট্রফি ভারতকে দিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশকে নতুন একটা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সেই ট্রফি ও পদক আজ বুঝে পেয়েছে বাংলাদেশ দল।
চার গোল করে ভারতের পূজা ও শিবানি দেবীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের সাগরিকা। সেই সঙ্গে আজ হাতে পেয়েছেন সেরা খেলোয়াড়ের ট্রফিও। কিন্তু আজই জেনেছেন তিনিই হয়েছেন সেরা, ‘আমি জানতাম না।
আজ সকালে জেনেছি। সেরা হতে পেরে ভালো লাগছে। আমার কাছে এই অভিজ্ঞতা একদমই নতুন।’
প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে সাগরিকা করেছিলেন জোড়া গোল। এরপর ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন তিনি।
আর ফাইনালে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ নিয়ে গিয়েছিলেন টাইব্রেকারে। কিন্তু সাডেন ডেথ ১১-১১ সমতায় থাকার পর ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়ার নির্দেশে বাইলজের নিয়ম না মেনে কয়েন টসে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন। এরপর নানা নাটকীয়তার পর দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন