ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’। এ বছর বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। ১৩টি মনোনয়ন নিয়ে শীর্ষে থাকা ‘ওপেনহেইমার’ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পরিচালক, সেরা চলচ্চিত্র এবং সেরা প্রধান অভিনেতার পুরস্কারসহ সাতটি বাফটা পুরস্কার জিতেছে। পুওর থিংস জিতেছে পাঁচটি বাফটা অ্যাওয়ার্ড।
যার মধ্যে এমা স্টোন জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর বাফটা।
৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে (বাফটা) সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘ওপেনহাইমার’। সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা অভিনেতা সিলিয়ান মারফি (ওপেনহাইমার)।
সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)।
‘বাফটা ২০২৪’-এ সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন (পুওর থিংস)। সেরা পার্শ্ব-অভিনেত্রীর বাফটা জিতেছেন ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)।
সেরা অভিনেতার ‘বাফটা’ জয়ের পর সিলিয়ান মারফি
সেরা সিনেমাটোগ্রাফির বাফটা পুরস্কার ঘরে তুলেছে হয়তে ভ্যান হয়তেমা (ওপেনহাইমার)।
সেরা এডিটিংয়ের পুরস্কারও পেয়েছে ওপেনহাইমার থেকে, জেনিফার লেম। সেরা সাউন্ডের বাফটা জিতেছেন জনি বার্নস এবং টার্ন উইলার্স (দ্য জোন অফ ইন্টারেস্ট)। সেরা ডকুমেন্টরির বাফটা ঘরে তুলেছে ‘টুয়েন্টি ডেস ইন মারিওপোল’।
এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বছরের সেরাদের বাফটা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এ বছরের বাফটা আয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন