নির্বাচনী রূপরেখা দিলেন মোদি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ১০০ দিনের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০০ দিনে সবার বিশ্বাস অর্জন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপির এই নেতা। গতকাল রবিবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনে মোদি বলেন, ‘আগামী ১০০ দিনের মধ্যে আমাদের প্রত্যেক নতুন ভোটার, সব সুবিধাভোগী ও সম্প্রদায়ের কাছে যেতে হবে। সবার বিশ্বাস অর্জন করতে হবে।

এনডিএকে ৪০০ আসনে জয়ী করতে হলে, বিজেপিকে ৩৭০টির বেশি আসন পেতে হবে।’

 

প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে চান না বরং দেশের জন্য কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি যদি নিজের বাড়ির কথা ভাবতাম, তাহলে কোটি কোটি মানুষের জন্য বাড়ি নির্মাণ সম্ভব হতো না।’ ১০ বছরের নিখুঁত শাসন এবং ২৫ কোটি মানুষের দারিদ্র্য বিমোচন কোনো সাধারণ কীর্তি নয় বলেও উল্লেখ করেন তিনি।

 

এই বিজেপি নেতা বলেন, ‘একজন জ্যেষ্ঠ নেতা আমাকে বলেছিলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে আমি অনেক কাজ করেছি, এখন আমার বিশ্রাম নেওয়া উচিত। তবে আমি রাজনীতির জন্য নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করছি।’ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনকে মহাভারতের যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

দলীয় সূত্র বলছে, প্রার্থী চূড়ান্ত করাসহ নির্বাচনী কৌশল ঠিক করতে প্রতি সপ্তাহে বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

দলের প্রধান জে পি নাড্ডা ও অমিত শাহর উপস্থিতিতে এমন বৈঠকে বলা হয়, নতুন ভোটার, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন এবং তরুণ-তরুণীদের ভোট অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি।  

 

সূত্র : এনডিটিভি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন