যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য ও এক দমকলকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে মিনেসোটা অঙ্গরাজ্যে মিনিয়াপোলিসের দক্ষিণের একটি শহরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত দুই পুলিশ সদস্যের বয়স ২৭ বছর এবং দমকলকর্মীর বয়স ৪০ বছর।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তবে তাঁর পরিচয় জানায়নি কর্তৃপক্ষ।

 

পুলিশ জানায়, ঘটনার সময় রাত ১টা ৫০ মিনিটে একটি জরুরি ফোন পান নিরাপত্তাকর্মীরা। ফোনে জানানো হয়, অস্ত্র নিয়ে এক ব্যক্তি একটি পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে।

এরপর  পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অস্ত্রধারীর সঙ্গে আলোচনা শুরু করে। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনজন।

তবে কিভাবে ওই বন্দুকধারী মারা গেলেন, সে তথ্য জানাননি কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশসহ মোট চারজন নিহত হয়েছেন।

 

অঙ্গরাজ্যটির গভর্নর ওয়ালজ বলেছেন, ওই বাড়িতে থাকা সাত শিশুর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের বয়স দুই থেকে ১৫ বছর। ঘটনাস্থলে বন্দুকধারীও নিহত হয়েছেন।

তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাভাবিকভাবে চলাচল করতে বলেছেন তিনি।  গুলিবিদ্ধ আরেক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার আঘাত গুরুতর নয়। মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রেহেনশনের তত্ত্বাবধায়ক ড্রিউ ইভানস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন