কেইনের পর হালান্ডের রেকর্ড, লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাস ম্যান সিটির

gbn

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে ২-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে ফিরেছিল ব্রেন্টফোর্ড। এবারো তেমন কিছুরই স্বপ্ন ছিল দলটির। জিতে ফিরতে না পারলেও অন্তত ম্যানসিটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনার পরিকল্পনায় এগোচ্ছিল ব্রেন্টফোর্ড। কিন্তু তা হতে দেননি আর্লিং হালান্ড।

৭১ মিনিটে করা তাঁর গোলে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। তাতে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান নেমে এসেছে স্রেফ এক।

 

ইতিহাদে অবশ্য দাপট ছিল ম্যানচেস্টার সিটিরই। কিন্তু আক্রমণে রণকৌশল সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফরোয়ার্ডরা।

অবশেষে ৭১ মিনিটে স্বস্তি ফেরান হালান্ড। প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে বল পায়ে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন হালান্ড। এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট সিটির। আছে দুইয়ে।

৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ৫৫ পয়েন্টে তিনে আর্সেনাল।

 

এই গোলের মধ্য দিয়ে নতুন কীর্তি ছুঁয়েছেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে যেসব প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছেন তার সব প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। ২১টি ক্লাবের বিপক্ষেই পেলেন জালের দেখা। এই তালিকায় সবার উপরে বায়ার্ন মিউনিখে খেলা হ্যারি কেইন।

সাবেক টটেনহাম তারকা ৩২ দলের বিপক্ষে খেলে সবার বিপক্ষেই করেছেন গোল। 

 

চলতি লিগে হালান্ডের গোল হল ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ২২টি। গতবারের মতো এবার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়েই আছেন তিনি। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন