গাজা পরিস্থিতি: যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটো

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেরা খসড়া প্রস্তাব উপস্থাপন করলেও অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়ে আলজেরিয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের যুক্তি, আলজেরিয়ার প্রস্তাব যুদ্ধ শেষের আলোচনাকে বিপন্ন করবে। যুদ্ধবিরতির প্রস্তাব বানচালের পাশাপাশি গাজা-মিসর সীমান্তের জনাকীর্ণ রাফাহ শহরে ইসরায়েলি সেনা অভিযানের বিরুদ্ধে সাবধানতা উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ আলজেরিয়ার পক্ষে ছিল।

 

অন্যদিকে যুক্তরাজ্য মিত্র যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন না জানিয়ে ভোটদানে বিরত থাকে। গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে এর আগের প্রস্তাবগুলোতে ‘যুদ্ধবিরতি’ শব্দটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বেসামরিক প্রাণহানিতে উদ্বেগ দেখালেও ইসরায়েলের সুরক্ষার অধিকারের যুক্তি দেখিয়ে গাজায় সামরিক অভিযানে সমর্থন জানিয়ে এসেছে দেশটি। এই প্রথম নিজেদের একটি প্রস্তাবে যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করেছে তারা।

 

যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের উচিত সব জিম্মির মুক্তির সূত্রের ওপর ভিত্তি করে যত তাড়াতাড়ি সম্ভব একটি অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতি সমর্থন জোরদার করা। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সব বাধা প্রত্যাহারের আহবান জানানো উচিত। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড আগেই আভাস দিয়েছিলেন, তাঁরা আলজেরিয়ার প্রস্তাবে ভেটো দেবেন।

দখলদারি নিয়ে আইসিজের শুনানি

এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানিতে বাংলাদেশহ কয়েকটি দেশ যুক্তিতর্ক উপস্থাপন করেছে।

 

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক বিচারালয়ে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সৌদি আরব ও নেদারল্যান্ডস আদালতের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালতে সোমবার থেকে এই শুনানি শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। শুনানিতে ৫২টি দেশ ও তিনটি প্রতিষ্ঠান এ বিষয়ে বক্তব্য তুলে ধরবে।

 

রমজানে আল-আকসায় প্রবেশে বিধি-নিষেধ

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণ খোলা থাকার কথা জানালেও ইসরায়েল বলেছে, নিরাপত্তা বিবেচনায় মুসল্লিদের প্রবেশের ওপর কিছু বিধি-নিষেধ আরোপ করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গত সোমবার জানিয়েছে, ‘নিরাপত্তার চাহিদা’ অনুযায়ী তারা এসব বিধি-নিষেধ আরোপ করবে। আল-আকসা মসজিদ বিশ্বে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন