লোকসভা ভোটের আগে আদালতে স্বস্তি পেলেন রাহুল গান্ধী

gbn

ভারতে লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৮ সালের এক মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল উত্তর প্রদেশের আদালতে। এদিন সেই মামলায় উত্তর প্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করেন।

 

গণমাধ্যমটি বলেছে, পাঁচ বছর আগে, অর্থাৎ ২০১৮ সালের ৪ আগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল।

উত্তর প্রদেশের সুলতানপুরে সংসদ সদস্য ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল।

 

মামলাকারীর সে সময় অভিযোগ ছিল, “রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একেবারেই ঠিক নয়। আমি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী।

তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছি।”

 

প্রতিবেদন থেকে জানা যায়, এই মামলায় অতীতে রাহুলকে একাধিকবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া গত বছর মার্চ মাসে গুজরাটের সুরাট আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদির দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেন।

ফলে রাহুলের লোকসভার সদস্য পদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্য পদ।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন