শেষ তিন বলে শ্রীলঙ্কার তখন ১১ রান প্রয়োজন আফগানিস্তানের বিপক্ষে। আফগান পেসার ওয়াফাদার মোমান্দ বেশ উঁচু একটা ফুলটস দিলেন। ক্রিজে থাকা কামিন্দু মেন্ডিস তা ব্যাটে লাগাতে পারেননি। পরে আম্পায়ারের কাছে নো বলের আবেদন করে, কিন্ত আম্পায়ার তাতে সাড়া দেননি।
শ্রীলঙ্কা সিরিজে ২-০ তে এগিয়ে থাকলেও শেষ এই ম্যাচে ৩ রানে হেরেছে। আর ম্যাচ শেষেই সেই ‘নো’ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার।
স্কয়ার লেগ আম্পায়ার লিন্ডন হানিবলের নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, ‘আপনি যদি এটাও দেখতে না পারেন, তাহলে এমন আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে দরকার নেই। তার বরং অন্য কাজ খোঁজা উচিত।
’ রিভিউ না করা নিয়েও হাসারাঙ্গার ক্ষোভ, ‘আমাদের ব্যাটার এট রিভিউয়ের চেষ্টা করেছে। কিন্তু তা করা হয়নি। সামনের পায়ের নো বল যদি তৃতীয় আম্পায়ার দেখতে পারেন, তাহলে এই নো নয় কেন।’
হাসারাঙ্গা বিষ্মিত আম্পায়ারদে এমন কান্ডে, ‘এটা যদি কোমরের কাছাকাছি হতো, আমার আপত্তি ছিল না।
কিন্তু বলটা ছিল তারও অনেক ওপরে। আরেকটু ওপরে হলে হয়তো মাথাতেই লাগতো। অথচ এটা কিনা নো নয়। আমি জানিনা তারঁ (আম্পায়ার) মনে তখন কিছ চলছিল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন