পুতিনকে গালি দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সান ফ্রান্সিসকোতে একটি তহবিল সংগ্রহের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গালি দিয়েছেন। তিনি স্থানীয় সময় বুধবার ওই অনুষ্ঠানে পুতিনকে ‘ ক্রেজি সান অব আ বিচ’ বলে অভিহিত করেছেন।

বাইডেন সতর্ক করে বলেন, “সর্বদা পারমাণবিক সংঘাতের হুমকি থাকে এবং মানবতার হুমকি জলবায়ু পরিবর্তনের শঙ্কাও থাকে। পুতিনের মতো কিছু ‘ক্রেজি সান অব আ বিচ’ আছে, যাদের কাছ থেকে সর্বদা পারমাণবিক সংঘাতের হুমকি পাওয়া যায়।

পুতিন ও অন্যদের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে, কিন্তু মানবজাতির অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি জলবায়ু।” বাইডেন তহবিল সংগ্রহের অনুষ্ঠানে দাতাদের এসব কথা বলেন। 

 

বাইডেন এর আগেও অন্যদের ‘সান অব আ বিচ’ বলে গালি দিয়েছিলেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি ফক্স নিউজ হোয়াইট হাউসবিষয়ক এক সাংবাদিককে এই গালি দিয়েছিলেন।

 মাইক্রোফোনে তা শোনা গিয়েছিল। নির্বাচনী তহবিল সংগ্রহের সময় স্ক্রিপ্টের বাইরে বাইডেনের কথা বলার প্রবণতা আছে। পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণও সাম্প্রতিক সময়ে তীব্র হয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন