পুরুষ প্লাস্টিক ব্যাগের মতো, টুইঙ্কেলের মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

বিতর্ক যেমন বলিউড অভিনেত্রী কঙ্গনার আরেক নাম। পান থেকে চুন খসলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন অভিনেত্রী কঙ্গনা। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন টুইঙ্কেল খান্না। সেখানে পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করলেন বলিউডের এই অভিনেত্রী।

অক্ষয় ঘরনির এ মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে, সেখানেই প্রতিবাদ জানালেন কঙ্গনা। 

 

সাক্ষাৎকারে টুইঙ্কেল খান্নার কাছে জানতে চাওয়া হয়, কিভাবে উপলব্ধি করলেন আপনি একজন নারীবাদী? জবাবে টুইঙ্কেল খান্না বলেন, ‘আমি কখনো নারীবাদী অথবা সমতা বা অন্য কিছু নিয়ে কথা বলিনি। কিন্তু এটা খুবই স্পষ্ট ছিল যে পুরুষের কোনো প্রয়োজনই নেই। আপনার কাছে সুন্দর একটি হাতব্যাগ থাকলে যেমন ভালো হয়, তেমনি একজন পুরুষ থাকলে ভালো হয়।

আপনার কাছে প্লাস্টিকের ব্যাগ থাকলেও তা করতে পারবেন। তাই আমি সেই ধারণা নিয়ে বেড়ে উঠেছি, আমি মনে করি এর তেমন কোনো ব্যবহার নেই।’

 

নারীর জীবনে পুরুষের প্রয়োজন নেই—এ বিষয়টি টুইঙ্কেল খান্নার মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া তাঁকে শিখিয়েছেন বলেও জানান তিনি।

টুইঙ্কেল খান্নার বক্তব্য নজর কেড়েছে কঙ্গনার।

টুইঙ্কেলের ভিডিওটি এক্সে (টুইট) শেয়ার করেছেন তিনি। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এই সুবিধাভোগী বাচ্চারা পুরুষদের পলিথিন ব্যাগ মনে করে, তারা কি শান্ত হওয়ার চেষ্টা করছে? তারকা সন্তানেরা রুপার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, সোনার প্লেটে চলচ্চিত্র ক্যারিয়ার পেয়েও তারা তার সুবিচার করতে পারেনি। তারা আসলে কী হতে চায়? সবজি নাকি নারীবাদী?’

 

এখন আর অভিনয়ে নেই টুইঙ্কেল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাঁকে। একই বছরের শুরুতে হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কেল।

এর পর থেকে সংসারে থিতু হয়েছেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। সংসার সামলানোর পাশাপাশি লেখায় মন দিয়েছেন টুইঙ্কেল খান্না।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন