ট্রাম্প না বাইডেন, কে এগিয়ে?

   জিবিনিউজ 24 ডেস্ক //

মার্কিন নির্বাচনের চূড়ান্ত মুহূর্তেও হোয়াইট হাউজের টিকেট পাওয়ার লড়াইয়ে এগিয়ে জো বাইডেন। সব জরিপের ইঙ্গিত ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী। ন্যাশনাল পোলে প্রায় ৯ শতাংশ বেশি সমর্থন তার পক্ষে। যদিও শেষ সময়ের জনমত জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত সুইং স্টেটগুলোতে।

প্রার্থিতা পাওয়ার পর থেকেই জনমত জরিপে ধারাবাহিকভাবে আধিপত্য দেখা যাচ্ছিল জো বাইডেনের। শেষ সময়ের পোলেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী। সবশেষ তথ্য, ৫২ শতাংশ মার্কিনী বাইডেনের সমর্থক, ৪৩ শতাংশের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের পক্ষে।

 

অবশ্য, ফল নির্ধারণী সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে আভাস হাড্ডাহাড্ডি লড়াইয়ের। অ্যারিজোনা, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জজিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ডগুলোতে বাইডেন-ট্রাম্পের ব্যবধান খুব সামান্য। তবে, এগিয়ে বাইডেনই। সুইং স্টেটগুলোর মধ্যে, ওহাইও আর আইওয়া-‘তে অল্প ব্যবধানে এগিয়ে ট্রাম্প।

তবে গেল নির্বাচনের পর জনমত জরিপকে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে দেখতে চান না অনেকেই। স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেই গুরুত্বহীন এসব জরিপ।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের প্রচুর নীরব ভোটার আছে। যারা মঙ্গলবার ভোটকেন্দ্রে ট্রাম্পের পক্ষে রায় দেবেন। অন্য কোনো দিন এ বিষয়ে বলতে পছন্দ করেন না তারা। আমরা সঠিক পথেই আছি। খুব সহজেই জয় ছিনিয়ে নেবো।

২০১৬-র নির্বাচনে পুরোটা সময় জনমত জরিপে এগিয়ে থেকেও পরাজিত হন হিলারি ক্লিনটন। তাই এবছর আরও নির্ভুল আভাস দিতে প্রযুক্তিগত সক্ষমতা আর সতর্কতা বাড়িয়েছে জরিপ সংস্থাগুলো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন