মার্কিন কংগ্রেসে সহায়তার অচলাবস্থা : ইউক্রেন সফরে সিনেট নেতা

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার শুক্রবার ইউক্রেনে পৌঁছেছেন। রাশিয়ার যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। এ সময় কংগ্রেসে তাঁর রিপাবলিকান বিরোধীদের ওপর ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সহায়তায় অনুমোদন দিতে চাপ সৃষ্টির চেষ্টা করছেন তিনি।

শুমার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখানে ইউক্রেনের জনগণকে দেখানোর জন্য এসেছি, যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যে তহবিলটি অত্যন্ত প্রয়োজন ও প্রাপ্য তা পাওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাবে।

আমরা সহায়তা না পাওয়া পর্যন্ত সংগ্রাম বন্ধ করব না।’

 

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান আইন প্রণেতারা কিয়েভের জন্য ৬০ বিলিয়ন ডলারের নতুন সহায়তার অনুমোদন স্থগিত করেছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরবরাহ কমে চলছে এবং রাশিয়া সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে সাফল্যও পেয়েছে। চারজন ডেমোক্র্যাটিক সিনেটরকে সঙ্গে নিয়ে শুমার বলেন, ‘আমরা এখানে ইউক্রেনের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র এবং সেগুলো সরবরাহ করতে ব্যর্থতার পরিণতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে এসেছি—অস্ত্র সরবরাহ না করলে রাশিয়া যে সুনির্দিষ্ট সুবিধাগুলো লাভ করবে এবং অস্ত্র থাকলে ইউক্রেন যে সুবিধাগুলো পাবে।

 

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে এবং দেশটি কিয়েভের সবচেয়ে বড় দাতা। কিন্তু বিদ্যমান মার্কিন তহবিল শেষ হয়ে যাচ্ছে এবং হাউসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা নতুন সহায়তা আটকে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসকে অতিরিক্ত তহবিল দ্রুত অনুমোদন করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইতিহাস দেখছে’ এবং ইউক্রেনকে পরিত্যাগ করলে পুতিনের জন্য উপহার হবে। শুমারও বাইডেনের বিবৃতিটির প্রতিধ্বনি করে বলেছেন, ‘আমরা ইতিহাসের একটি পরিবর্তনের বিন্দুতে আছি।

 

বিবৃতিতে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা বলেছেন, ‘আমাদের অবশ্যই বিশ্বব্যাপী আমাদের বন্ধু ও মিত্রদের কাছে স্পষ্ট করে দিতে হবে, যুক্তরাষ্ট্র দায়িত্ব এবং মিত্রদের থেকে পিছপা হবে না। যদি আমরা আমাদের মিত্রদের পাশে দাঁড়াতে ব্যর্থ হই, তবে গুরুতর রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পরিণতি হবে, যা পরবর্তী দশকগুলোতে মার্কিন জনগণকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্থ করবে।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শুক্রবার ফক্স নিউজের সঙ্গে একটি সাক্ষাত্কারে মার্কিন আইন প্রণেতাদের কাছে একটি নতুন আবেদন করেছেন। তিনি বলেছেন, ‘কংগ্রেসের সমর্থন ছাড়াই কি ইউক্রেন টিকে থাকবে? অবশ্যই। কিন্তু আমরা সবাই না।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন