বক্সের বাইরে থেকে এর আগে অনেকবার গোল করেছেন লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার জার্সিতে নান্দনিক গোলও করেছেন এই মিডফিল্ডার। কিন্তু গত রাতে সেভিয়ার বিপক্ষে যে গোলটি করলেন তা ‘স্পেশাল’ বটে। বয়স পেরিয়েছে ৩৯, মাঠের পারফরম্যান্সেও আগের সেই ধার নেই।
জায়গা হারিয়েছেন রিয়ালের শুরুর একাদশে। বদলি নেমে যেটুকু সুযোগ পান সেখানেও প্রভাব রাখতে পারছিলেন না। তবে হুট করে আসেনি এমন একটি গোল। দিনের পর দিন অনুশীলনের ফসল হিসেবেই এই গোল পেয়েছেন বলে জানিয়েছেন মডরিচ।
ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। আক্রমণেও সেভাবে ভালো করতে পারছিল না। মধ্যমাঠের দখলও নিতে পারেনি কার্লো আনচেলোত্তির দল। তাতে জালের দেখা পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা।
৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠে আসেন মডরিচ। এর ছয় মিনিট পরেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন তিনি, বল ডান পাশের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। তাঁর এই গোলেই ম্যাচ জিতে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে গেছে লস ব্লাংকোরা। শীর্ষস্থান করেছে আরো মজবুত।
এমন গোল অবশ্য নতুন কিছু নয় মডরিচের কাছে। এর পরও বলেছেন নিয়মিত পরিশ্রমের কারণে তা সম্ভব হয়েছে,‘দিনের পর দিন অনুশীলন করেই এটা রপ্ত করতে হয়েছে আমাকে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আমাকে দূর থেকে শট নেওয়ার অনুশীলনে দেখতে পাবেন। ফুটবলে আপনাকে শট নিতেই হবে, আমি আজ চেষ্টা করেছি এবং গোলও পেয়েছি।’
এই ম্যাচে রিয়াল পয়েন্ট হারাবে না এমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন না বলে জানালেন মডরিচ, ‘অধ্যবসায় আমাদের অন্যতম শক্তির জায়গা। আমরা কখনো থামি না। আমরা সুযোগ তৈরি করি এবং শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখি। জানতাম, এই ম্যাচে আমরা পয়েন্ট হারানো চলবে না কারণ বার্সেলোনা আমাদের অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং আমরা তা হতে দিতে পারি না।’ ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৫৭ পয়েন্টে দুয়ে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬, আছে তিনে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন