চিত্রনায়িকা পপির বাবার মৃত্যু

বাবা হারালেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সোমবার সকালে পপির বাবা আমির হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পপির পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে। সেখান থেকেই চলে গেলেন পরপারে।

 

তবে এই মুহূর্তে চিত্রনায়িকা পপি তাঁর বাবার শেষযাত্রায় পরিবারের কাছে আছেন কি না, তা অবশ্য জানা যায়নি।

কারণ প্রায় চার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে তিনি। মা-বাবা এবং ভাই-বোনদের সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক বহুদিন ধরেই ভালো নয়।

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ প্রায় চার বছর অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী।

প্রথমদিকে তাঁর এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগিয়েছে, ততই তাঁকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। ২০২০ সালে দেশে করোনাভাইরাস হানা দেওয়ার পরই লাপাত্তা হয়ে যান পপি। সাম্প্রতিক খবর অনুযায়ী, তিনি রাজধানীর ধানমণ্ডিতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। খবর অনুযায়ী, আদনান কামাল নামে লালবাগের এক শিল্পপতিকে বিয়ে করেছেন পপি।

যিনি পূর্ববিবাহিত। ২০২১ সালের অক্টোবরে একটি পুত্রসন্তানেরও মা হয়েছেন নায়িকা। ছেলের নাম রেখেছেন আয়াত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জন্ম হয়েছিল।

 

জানা যায়, এই বিয়ে এবং সন্তান জন্মদানকালে পপির পাশে ছিল না তাঁর পরিবার। কারণ বিবাহিত আদনানের সঙ্গে মেয়ের বিয়ে মানতে পারেননি তাঁর মা এবং সদ্যঃপ্রয়াত বাবা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন