জিবিনিউজ 24 ডেস্ক //
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস ও প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়।
বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সকল পিটিআইয়ের সুপারিন্টেনডেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় আদেশে।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৯ অক্টোবরের সভায় মাঠ পর্যায়ের অফিস/প্রতিষ্ঠানগুলোকে আগুন থেকে ঝুঁকিমুক্ত রাখার জন্য অগ্নিনির্বাপক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় অধিদপ্তরের আওতাধীন অফিস/প্রতিষ্ঠানগুলো আগুন থেকে ঝুঁকিমুক্ত রাখতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন