হবিগঞ্জে বাবা-মেয়ে মিলে করতেন মদের ব্যবসা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২০ লিটার চোলাই মদ এবং ২৫ লিটার মদ তৈরির সরঞ্জামসহ বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরি এবং বিক্রির মূলহোতা মেয়ের জামাতা পালিয়ে যান বলে দাবি পুলিশের।

 

 

 

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর চরহাটি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের জয়দেব দাস কালীর স্ত্রী ঝুমা রাণী দাস (২২) এবং ঝুমা রানীর বাবা সুনামগঞ্জের শাল্লা উপজেলার সরসপুর গ্রামের অর্জুন দাস (৫৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলপুর ইউনিয়নের পাহাড়পুর চরহাটির বাসিন্দা জয়দেব দাস কালী ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশ জয়দেব দাস কালীর বাড়ি থেকে তার স্ত্রী ঝুমা রানী দাস ও ঝুমার বাবা অর্জুন দাসকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জয়দেব বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন