২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। সাইফের থেকে কারিনা ১০ বছরের ছোট। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় বলিউডের এই জুটিকে। তবুও বিয়ের প্রায় ১২ বছর পার করে দিয়েছেন তাঁরা।
বর্তমানে দুই ছেলেকে নিয়ে তাঁদের সংসার। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের ক্যারিয়ার সব দিক পাল্লা দিয়ে সামলাচ্ছেন এই দম্পতি। তবে বছরে তিন মাস তাঁরা কাজের বাইরে থাকেন। সেই সময় কোনো কাজ রাখেন না নবাব ও তাঁর বেগম।
কারিনা এবং সাইফ—দুজনই অভিনয় জগতের মানুষ। ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকেই। তবু তার মাঝে সময় করে শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো—সব দিক বজায় রাখেন কারিনা। এর মধ্য থেকেই সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান।
বিয়ের এত বছর পরও তাঁদের দাম্পত্যের সমীকরণ অটুট। কিন্তু বছরে তিন মাসে হাতে কাজ রাখেন না তাঁরা। এই সময়টা দুই ছেলেকে সময় দেন সাইফ-কারিনা।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে। এই সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই।
গোটা সময়টা তাদের দিই।’
এমনিতেই প্রতি মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে জীবন উপভোগ করেন কারিনা। পরিবারকে সময় দিতে ভালবাসেন। এ প্রসঙ্গে কারিনা জানান, সপ্তাহের একটি দিন কোনো কাজ না রাখার চেষ্টা করেন সাইফও। তাঁর কথায়, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।’
আগামীতে কারিনাকে দর্শক ‘দ্য ক্রু’ ছবিতে দেখা যাবে। ছবিতে কারিনা ছাড়াও রয়েছেন কৃতি শ্যানন ও তাবু। ছবিটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন