বাগদান সারলেন সংগীতশিল্পী নন্দিতা

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

গতকাল বিকেলে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘এই আংটি পেলাম।’ ছবিতে অনামিকায় পরা আংটিতে একজনের হাত ধরা অবস্থায় দেখা গেছে গায়িকাকে।

 

নন্দিতার ছবিগুলো পোস্ট করার পর তাকে সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে জানা গেছে, আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তার। পাত্রের নাম মুফরাত; তিনি নন্দিত সংগীতশিল্পী শাকিলা শর্মা (শাকিলা জাফর)-এর ছেলে।

নন্দিতার বাড়ি ফরিদপুর হলেও তিনি পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে।

এরপর রাজধানীর ঢাকার সিটি কলেজে ভর্তি হন। ওই সময় ছায়ানটে গান শিখতে শুরু করেন তিনি।

 

২০১৩ সালে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় ‘বাংলাদেশি আইডল’ রিয়েলিটি শোয়ে অংশ নেন নন্দিতা। সেখানে সেরা ১০-এ সপ্তম স্থানে জায়গা করে নেন।

তারপর থেকে নিয়মিত গান করছেন। পাশাপাশি উপস্থাপনাও করছেন নন্দিতা।

 

এছাড়া কোক স্টুডিও বাংলায় ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’র মতো গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে পরিচিতি লাভ করেছেন নন্দিতা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন