ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হমলা, নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ত্রাণের অপেক্ষায় থাকা ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সময় গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করে ছিল ফিলিস্তিনিরা। এ সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

 একই দিনে গাজা শহরের জেইতুন এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারেনি বলে জানা গেছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন