জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী সাবেক ইউপি সদস্যা গুরুতর আহত হওয়ার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, এলাকাবাসী ও নারী সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল( ৩ নভেম্বর) মঙ্গলবার বিাকল সাড়ে ৩টায় পতনউষার বাজারে ইউনিয়ন অফিসের সন্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড এর সভাপতি মো. আজিজুরর রহমানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমরেড সিকন্দর আলী, অধ্যক্ষ নুরুল ইসলাম, সুজা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা নির্মল দাস, প্রভাসক শাহাজান মানিক, অলি আহমদ খান, ওমর মাহমুদ আনসারী, মাওলানা আব্দুল মুহিত হাসানী, ইউপি সদস্য আশিক মিয়া।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড সন্মেলন প্রস্তুতি কমিটি মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মো. শাহাজান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড জুড়ি উপজেলার সভাপতি জুবের আহমদ জবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ড কুলাউড়া উপজেলার সদস্য সচিব সালাউদ্দিন আহমদ, আহত মহিলার সন্তান বদরুল ইসলাম রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, হামলাকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আহতায় আনতে হবে। ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন বক্তারা। এসময় বড় মেয়ে রিপা বেগম মায়ের উপর হামলার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এছাড়া উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান আলতা, কামরান আহমদ, আব্দুল কাদির সাজু, আবুল বাসার জিল্লুর, আব্দুল ওয়াদুদ রিপন, শামসুর রহমান, হুমাইন কবির, আছির আলী, আসিফ নেওয়াজ রনিসহ এলাকার পুরুষ মহিলা নেতৃবৃন্দ।
এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে হামলাকারী পলাতক রয়েছে। তাকে ধরতে সর্বোচ্চ চেষ্ঠা চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর বিকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের করামত উল্যার ছেলে প্রবাস ফেরত জসিম মিয়া (৪২) লোহার লাইট দিয়ে উপর্যোপোরি আঘাত করে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের স্ত্রী, সাবেক মহিলা ইউপি সদস্য নুরজাহান ইসলাম (৫৮)কে রক্তাক্ত গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন