সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে লন্ডনে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

gbn
আব্দুর রশিদ | সিনিয়র রিপোর্টার লন্ডন ||

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজন করা হয় এক আলোচনা অনুষ্ঠানের। এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক আহমেদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লুৎফুর রহমান বিন নূরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্ঠা আতাউর রহমান, উপদেষ্ঠা আমির উদ্দিন মাষ্টার, আশিক চৌধুরী, ইঞ্জিনিয়ার হাবীবুর রহমান মিল্লিক, শেখ ফারুক আহমদ, ড: রোয়াব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি শিশু মিয়া, নাসির উদ্দিন, আনসার আহমদ, বদর উদ্দিন, ফারুক মিয়া জিল্লু, কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সরফরাজ জুবের, আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আসাদুজ্জামান, রহিম উদ্দিন, ইমরানুল হক, সৈয়দ আলফু মিয়া সহ অনেকে। আলোচনা অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালির স্বাধীনতা সংগ্রামের শুরু হয়। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। বক্তারা বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রবর্তনের দাবী জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন