ন্যু ক্যাম্পে নাপোলির বিরুদ্ধে জ্বলে উঠলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার গোলে বার্সালোনার কাছে ৩-১ গোলে হেরেছি ক্লাবটি। মেসি ছাড়াও এ ম্যাচ গোল পেয়েছেন সুয়ারেজ ও লংলে।
দুই লিগ মিলিয়ে নাপোলিকে ৪-২ ব্যবধানে হারাল বার্সেলোনা। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল বার্সা।
ম্যাচ শুরুর দশ মিনিটের মাথায় গোল করেন লংলে। ২৩ মিনিটে গোল করেন মেসি। ৩৯ মিনিটে মেসিকে ফাউল ট্যাকেল করেন কাওলিবালি। চোট পান মেসি। পেনাল্টি পায় বার্সা। হাফ টাইমের আগেই গোল করেন নাপোলির লরেঞ্জো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন