আশির দশকের গল্পে ফের জুটি বাঁধলেন বর্ষণ ও নিপুণ

গেল বছর ‘অপলাপ’ নামে ওয়েব ফিল্মে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ আক্তার। এখানে শহরের আধুনিক দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল এই জুটিকে। এক বছর পর আবারও জুটি হয়ে আসছেন তাঁরা। তবে এবার ওয়েব ফিল্মে নয়, সিনেমায় দেখা যাবে তাঁদের।

সিনেমার নাম ‘আজান’। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

 

জানা গেছে, আশির দশকের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধাপরাধীদের উত্থান ও একটি মেয়ের সংগ্রামের গল্প সিনেমায় উঠে এসেছে। যে মেয়েটি মা হতে পারে না।

তাকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

 

গত বছর গাজীপুরে ‘আজান’ সিনেমার শুটিং হয়েছিল। শুটিং শেষে চলছে সিনেমাটির ডাবিংসহ পোস্ট প্রডাক্টশনের কাজ।

সিনেমাটি প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘নিপুণের সঙ্গে আগে বর্তমান সময়ের এক দম্পতির চরিত্রে অভিনয় করেছি।

এবার প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের মেয়ে নিপুণ, আমি কৃষক। গ্রামের মেয়ে যেমন হয়, মেকআপের পর ঠিক তেমনটাই মনে হচ্ছিল। আর আমি তো চাষির চরিত্রে অভিনয় করেছি। এটা নিয়েই আমরা অনেক মজা করেছি। এগুলো নিয়ে শুটিংয়ের ফাঁকে আমাদের অনেক কথা হতো।

 

‘আজান’ সিনেমায় আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন