ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল অর্থাৎ ১ মার্চ বাংলাদেশে আসার কথা ছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের। তবে এক দিন আগে আজ ঢাকায় পৌঁছেছে তারা।
বাংলাদেশ সফরে এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লঙ্কানরা। দুই দলের লড়াই শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে।
এ জন্য সংক্ষিপ্ত এই ফরম্যাটের ক্রিকেটাররা এসেছেন প্রথম বহরে। জানা গেছে, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ২৭ জন এসেছেন।
ঢাকা পৌঁছে সিলেটের পথ ধরবেন লঙ্কানরা। আজ বিকেলের একটি ফ্লাইটে তাঁদের সিলেট যাওয়ার কথা।
বিপিএলের বাইরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররাও আজ সিলেট যাবেন। বাকিদের যাওয়ার কথা ফাইনাল শেষে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ৪ মার্চ। দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন