গ্রিনের সেঞ্চুরিতে কক্ষপথে অস্ট্রেলিয়া

ক্যামেরন গ্রিনের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ৯ উইকেটে ২৭৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। গ্রিন অপরাজিত আছেন ১০৩ রানে। 
বেসিন রিজার্ভে ৮৯ রানে ৪ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। গ্রিনের দায়িত্বশীল ব্যাটিং সেই বিপদ কাটিয়েছে সফরকারীরা।

তাঁকে সঙ্গ দেওয়া মিচেল মার্শ করেছেন ৪০ রান। দিনের শেষ ওভারে নিজের ইনিংসের ১৬ তম চারে সেঞ্চুরি পূরণ করেছেন ২৪ বছর বয়সী স্ক্রিন। ক্রিজে তাঁর সঙ্গী রানের খাতা খুলতে না পারা জস হ্যাজলউড।
ম্যাট হেনরি ৪৩ রানে নিয়েছেন ৪ উেইকেট।

ওসমান খাজা, স্টিভেন স্মিথ, শন মার্শের মত গুরুত্বপূর্ণ ব্যাটারদের সাজঘরে ফিরিয়েছেন তিনি। স্মিথ ৩১ রানে কাটা পড়েন।৩৩ রানে ফেরেন খাজা। ৪ নম্বরে নামা গ্রিন সেখানে প্রতিরোধ গড়ে তোলেন মার্র্শকে নিয়ে।

৭৭ বলে ৬৭ রানের জুটি গড়েন দুজন। পরে মার্শকেও ফিরিয়েছেন হেনরি। তবে গ্রিন অপরাজিত থাকেন দিনের শেষেও।
টস জিতে নিউজিল্যান্ডই ফিল্ডিং নেয়। পরিকল্পনা অনুযায়ী বল করেছেন তাদের বোলাররা।

তবে গ্রিন দিনটা তাদের হতে দেননি। অস্ট্রেলিয়ার ২০১১ সালে সর্বশেষ টেস্ট জিতেছে কি্উইরা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন