প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শারীরিকভাবে সক্ষম : চিকিৎসক

gbn

জিবিডেস্ক //

জো বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ চালানোর ক্ষেত্রে তিনি শারীরিকভাবে সক্ষম। বাইডেনের বয়স এখন ৮১ বছর। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান। স্থানীয় সময় বুধবার বাইডেনের স্বাস্থ্য নিয়ে ছয় পাতার প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

 

এর আগে বাইডেন শারীরিক পরীক্ষার জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে গিয়ে আড়াই ঘণ্টা ছিলেন। তাঁর চিকিৎসক কেভিন ও কোনার জানিয়েছেন, বাইডেন ভালো আছেন এবং নতুন করে উদ্বেগের কোনো কারণ নেই। তারা আরো বলেন, তিনি সক্রিয় ও শক্তসমর্থ আছেন। সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন।

 

বাইডেনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন কেন?

২০২১ সালে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড করেছিলেন। তখন বাইডেনের বয়স ছিল ৭৮ বছর। তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। জিতলে তিনি ৮৬ বছর বয়স পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন।

সম্প্রতি বাইডেনের স্মৃতিশক্তি নিয়ে বেশ কিছু প্রতিবেদন সামনে এসেছে। এমন অভিযোগও উঠেছে, বাইডেনের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।

 

বাইডেন জানিয়েছিলেন, তাঁর স্মৃতিশক্তি ভালো আছে। তিনি তার ছেলের মৃত্যুর বছর থেকে শুরু করে কোনো কিছুই ভোলেননি। মেডিক্যালের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের নিউরোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং কোনো রকম অসঙ্গতি দেখা যায়নি।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের বয়স নিয়ে প্রায়ই কটাক্ষ করেন। ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর চলছে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন